রহমাতুল মুনিমের চুক্তি বাতিল, এনবিআরের নতুন চেয়ারম্যান আব্দুর রহমান

রহমাতুল মুনিমের চুক্তি বাতিল, এনবিআরের নতুন চেয়ারম্যান আব্দুর রহমান
রহমাতুল মুনিমের চুক্তি বাতিল, এনবিআরের নতুন চেয়ারম্যান আব্দুর রহমান |
0

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের চুক্তি বাতিল করেছে সরকার। একইসঙ্গে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান খানকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

আজ (বুধবার, ১৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আলমগীর কবির সই করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরেকটি প্রজ্ঞাপনে মো. রহমাতুল মুনিমের চুক্তি বাতিলের বিষয়টি জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আবু হেনা মো. রহমাতুল মুনিম (পরিচিতি নম্বর ২২২৫)-এর সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী সিনিয়র সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান পদে তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ এতদ্বারা বাতিল করা হলো।

অবিলম্বে এই আদেশ কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।

tech