পরিষেবা
অর্থনীতি
0

২০৩০ সাল নাগাদ রাজধানীতে কোনো যানজট থাকবে না: প্রধানমন্ত্রী

২০৩০ সাল নাগাদ রাজধানীতে কোনো যানজট থাকবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (শনিবার, ২৯ জুন) বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি একথা বলেন।

সরকারপ্রধান বলেন, 'প্রতিটি বিভাগীয় শহরে মেট্রোরেল করা হবে। ২০২৪-২৫ অর্থবছরের বাজেট বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ আরও একধাপ এগিয়ে যাবে। আগামী অর্থবছরে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে। বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে কর ছাড়ের সুবিধা বহাল রাখার সুপারিশ করছি।'

এছাড়া কালো টাকা সাদা করার সুবিধা বহাল রাখার কারণও ব্যাখ্যা করেন এই সংসদ নেতা।

এদিকে বাজেট নিয়ে সমাপনী আলোচনায় প্রধানমন্ত্রীর মতো আসছে বছর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনার আশাবাদ জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

তিনি বলেন, 'দেশে শিল্পায়ন ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের লক্ষ্য।

উল্লেখ্য গত ৬ জুন জাতীয় সংসদে নতুন অর্থবছরের (২০২৪-২৫) জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট উত্থাপন করা হয়। এবারের বাজেটের প্রতিপাদ্য ধরা হয় 'টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা'। বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ লাখ ৪১ হাজার কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) আয় করতে হবে ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা।

এছাড়া কর ব্যতীত রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে ৪৬ হাজার কোটি টাকা এবং এনবিআর বহির্ভূত করের লক্ষ্যমাত্রা ১৫ হাজার কোটি টাকা। সেই সাথে নতুন অর্থবছরের বাজেটে ঘাটতি ধরা হয় ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর