প্রস্তাবিত বাজেট ঘোষণা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। তিনি বাজেট বক্তব্য পাঠ করেন। এতে বক্তব্য রাখেন সংস্থাপন ও অর্থবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর মো. নাছিরুল আহমদ নাহিদ।
এ সময় মেয়র ২০২৪-২৫ অর্থবছরের জন্য ১১২ কোটি ৮১ লাখ ৯ হাজার ৬১৬ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন। এতে রাজস্ব আয় ধরা হয়েছে ১৯ কোটি ৪০ লাখ ৬৮ হাজার ৪৬৩ টাকা। উন্নয়ন তহবিলের আয় (সরকার প্রদত্ত থোক ও বিশেষ বরাদ্দ, রাজস্ব উদ্বৃত্ত, অন্যান্য) ধরা হয়েছে ৭৮ কোটি ৪৬ লাখ ৪৫ হাজার ৪১২ টাকা। মূলধন হিসাব থেকে আয় (অবচয় তহবিল, আনুতোষিক তহবিল, ঠিকাদারের জামানত) ধরা হয়েছে ১৪ কোটি ৯৩ লাখ ৯৫ হাজার ৭৬৭ টাকা।
পরে হিসাবরক্ষণ কর্মকর্তা হাছান মাহমুদ শেলিম আলম বাজেটের বিস্তারিত আয়-ব্যয়ের খাতোয়ারি হিসাব পাঠ করেন।
তিনি জানান, এছাড়াও ৯ কোটি টাকা ব্যয়ে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আবাসিক ভবন নির্মাণ কাজ শুরুর প্রক্রিয়া চলছে। অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন প্রকল্পে আগামী অর্থ বছরে ২০ কোটি টাকা প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। শহরের নবীনগরে ২ কোটি টাকা ব্যয়ে নতুন একটি কাঁচা বাজার নির্বাচনের কাজ সমাপ্তির পথে রয়েছে। পৌরসভার নিজস্ব জায়গায় (জেলা কারাগারের পাশে) ৮.৬২ কোটি টাকায় আধুনিক কসাইখানা নির্মাণের কাজ শুরুর পর্যায়ে রয়েছে। এই ৩৯.৬২ কোটি টাকার হিসাব প্রস্তাবিত বাজেটে ধরা হয়নি।
পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন মেয়র লিটন। পৌরসভার উন্নয়নে বিভিন্ন প্রস্তাব লিপিবদ্ধ ও তা বাস্তবায়নের চেষ্টা করবেন বলেও জানান তিনি। অনুষ্ঠানে সকল প্যানেল মেয়র, কাউন্সিলর ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।