পরিষেবা
অর্থনীতি
0

১২ কেজির এলপিজি সিলিন্ডারে কমলো ৪৯ টাকা

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। চলতি মে মাসের জন্য ৪৯ টাকা কমিয়ে ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৩৯৩ টাকা নির্ধারণ করেছে বিইআরসি।

আজ (বৃহস্পতিবার, ২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এ দাম ঘোষণা করেছে বিইআরসি। আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে এ দাম।

এ উপলক্ষে আজ রাজধানীর কাওরান বাজার বিইআরসি কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে সংস্থাটির চেয়ারম্যান মুহাম্মদ নুরুল আমিন বলেন, ‘সৌদি আরামকো নির্ধারিত প্রতি টন প্রোপেন কিনতে হয়েছে ৫৮০ ডলার ও বিউটেন কিনতে হয়েছে ৫৮৫ ডলার। গড় হিসাব ধরা হয়েছে ৫৮৩ ডলার। সে হিসাবে ভোক্তা পর্যায়ে মূসকসহ প্রতি কেজির দাম ১১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।’

বিইআরসি নির্ধারিত নতুন দাম অনুযায়ী, অন্যান্য পরিমাণের মধ্যে ৫ কেজি ৬৩৮ টাকা, সাড়ে ১২ কেজি ১৪৫১ টাকা, ১৫ কেজি ১৭৪১ টাকা, ১৬ কেজি ১৮৫৭ টাকা, ১৮ কেজি ২০৮৯ টাকা, ২০ কেজি ২৩২২ টাকা, ২২ কেজি ২৫৫৪ টাকা, ২৫ কেজি ২৯০২ টাকা, ৩০ কেজি ৩৪৮২ টাকা, ৩৩ কেজি ৩৮৩১ টাকা, ৩৫ কেজি ৪০৬৩ টাকা আর ৪৫ কেজির বোতল ৫২২৪ টাকায় বিক্রি করতে হবে। এছাড়া ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের দাম প্রতি লিটার ৬৩. ৯২ টাকা ধরা হয়েছে।

এর আগে গত এপ্রিলে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৪০ টাকা কমিয়ে ১ হাজার ৪শ' ৪২ নির্ধারণ করা হয়। আর তার আগের মাস অর্থাৎ মার্চে ১ হাজার ৪৭৪ টাকা থেকে ৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৮২ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

আসু