পরিষেবা
অর্থনীতি
0

বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম

বাড়ানো হলো সব ধরনের জ্বালানি তেলের দাম। মঙ্গলবার (৩০ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

এতে বলা হয়, বিশ্ববাজারের সাথে সমন্বয় রেখে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

কেরোসিন, ডিজেল, পেট্রোল ও অকটেনের নতুন দাম নির্ধারণ করা হয়। কেরোসিন ও ডিজেলের দাম লিটার প্রতি ১ টাকা বাড়িয়ে ১০৭ টাকা করা হয়েছে। যা আগে ছিল ১০৬ টাকা।

আর পেট্রোলের দাম বাড়ানো হয়েছে প্রতি লিটারে আড়াই টাকা। যার বর্তমান দাম ১২৪ টাকা ৫০ পয়সা। অন্যদিকে অকটেনের দামও আড়াই টাকা বৃদ্ধি করা হয়েছে। এখন থেকে প্রতি লিটার অকটেন বিক্রি হবে ১২৮ টাকা ৫০ পয়সা।

আগামীকাল ১ মে থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর করা হবে।

এর আগে গত ৩১ মার্চ বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ডিজেলের বিক্রয়মূল্য লিটারপ্রতি ১০৮.২৫ টাকা থেকে ২.২৫ টাকা কমিয়ে ১০৬.০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। কেরোসিনেও ২.২৫ টাকা কমিয়ে লিটারপ্রতি ১০৬.২৫ টাকা নির্ধারণ করা হয়।

তবে অপরিবর্তিত ছিলো অকটেন ও পেট্রোলের দাম।