রাজস্ব বোর্ডের কর্মকর্তারা বলছেন, স্থানীয় পর্যায়ে মনিটরিং জোরদার করা ও বিভিন্ন জায়গায় আয়কর রিটার্ন জমার পিএসআর (প্রমাণপত্র) বাধ্যতামূলক করায় টিআইএনধারীরর সংখ্যা বাড়ছে।
সরকারি ও বেসরকারি ৪৩টি সেবা নেওয়ার সময় রিটার্ন জমা বাধ্যতামূলক করা হয়েছে। এসব সেবা নেওয়ার জন্য অনেক মানুষ টিআইএন নিচ্ছেন। এর ফলে তারা রিটার্ন দিলে আয়কর বাড়বে সাথে জমাদানকারীর সংখ্যাও বাড়বে বলে জানান এনবিআরের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা।
২০২২-২৩ অর্থবছরে টিআইএনধারীর ছিল ৯০ লাখ ২ হাজার ৫৫২ জন। এদিকে চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে নতুন করে ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর খুলেছে ১২ লাখ ১৯ হাজার ৫২৪ জন।
নতুন টিআইএনধারীদের করজালের আওতায় আনতে পারলে দেশে আয়করের পরিমাণ বাড়বে বলে ধারণা করছে এনআরবি। খবর বাসস