আজ (মঙ্গলবার, ২৩ এপ্রিল) দুপুরে অফশোর ব্যাংকিং আইন-২০২৪ এর আয়কর সংক্রান্ত এ প্রজ্ঞাপন জারি করে এনবিআর।
প্রজ্ঞাপনে বলা হয়, অফশোর ব্যাংকিং ইউনিটের অর্জিত মুনাফা বা সুদ হবে করমুক্ত।
এতে আরও বলা হয়, অফশোর ব্যাংকিং আইনের অধীনে পরিচালিত ব্যাংকিং ইউনিট থেকে কোনো আমানতকারী বা প্রবাসী বাংলাদেশি ঋণদাতার সুদ বা মুনাফাকে কর পরিশোধ থেকে অব্যাহতি দেওয়া হলো।
অবিলম্বে এই প্রজ্ঞাপন কার্যকর করা হবে বলে জানিয়েছে এনবিআর।