এলপি গ্যাসের দাম কমলো ৪০ টাকা

৩৫ টাকা বাড়িয়ে ১২ কেজির এলপিজি ১৪৫৬ টাকা
৩৫ টাকা বাড়িয়ে ১২ কেজির এলপিজি ১৪৫৬ টাকা | ছবি : সংগৃহীত
0

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, এলপিজি'র নতুন দাম নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভোক্তাপর্যায়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৪০ টাকা কমিয়ে ১ হাজার ৪শ' ৪২ নির্ধারণ করা হয়েছে।

১২ কেজি সিলিন্ডারের আগের মূল্য ছিল ১ হাজার ৪শ' ৮২ টাকা। আজ (বুধবার, ৩ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এ দাম ঘোষণা করে বিইআরসি। আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে এ দাম।

এ উপলক্ষে সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান নূরুল আমিন বলেন, নির্ধারিত দামে এলপিজি সিলিন্ডার যাতে বিক্রি হয় তা নিশ্চিত করতে তদারকি করছে বিইআরসি। জেলা পর্যায়ে ঠিক দামে বিক্রি হলেও রাজধানীতে কেউ কেউ কারসাজি করে থাকেন বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে মার্চ মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৭৪ টাকা থেকে ৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৮২ টাকা নির্ধারণ করা হয়।

এসএসএস