পরিষেবা
অর্থনীতি
0

এলপিজির দাম কমবে না বাড়বে জানা যাবে বুধবার

আনিসুর সুমন

প্রতিমাসের শুরুতেই এলপিজি গ্যাসের নতুন দাম নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। তারই ধারাবাহিকতায় এপ্রিলের জন্য এলপিজির মূল্য ঘোষণা হবে বুধবার (৩ এপ্রিল)।

বিইআরসির সচিব (প্রশাসন ও আইন) ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান এখন টিভিকে জানান, সৌদি আরামকো ঘোষিত এপ্রিলের সৌদি সিপি অনুযায়ী দেশের বাজারেও ভোক্তা পর্যায়ে এলপিজির মূল্য সমন্বয় করা হবে। বুধবার দুপর ২টায় মূল্য ঘোষণা করা হবে।

এর আগে মার্চ মাস পর্যন্ত টানা ৮ মাস ভোক্তা পর্যায়ে বাড়ানো হয় এলপিজির দাম। ফেব্রুয়ারির তুলনায় মার্চ মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৮২ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া গত ৪ ফেব্রুয়ারি ১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম ৪১ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। গত ২ জানুয়ারি ২৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৩৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এদিকে এপ্রিল মাসের জন্য বাণিজ্যিক খাতে ১৯ কেজি এলপিজি সিলিন্ডারে ৩০ থেকে ৩২ রুপি পর্যন্ত দাম কমেছে ভারতের বিভিন্ন রাজ্যে।

আসু