এ দফায় পেট্রোলের দাম লিটারে ৩ টাকা, অকটেনে ৪ টাকা এবং ডিজেল ও কেরোসিনের দাম লিটারে কমানো হয়েছে ৭৫ পয়সা।
বর্তমানে খুচরা পর্যায়ে লিটারপ্রতি ডিজেলের দাম ১০৯, পেট্রোল ১২৫ ও অকটেন বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। নতুন দাম সমন্বয়ের ফলে ডিজেলের লিটারপ্রতি দাম দাঁড়িয়েছে ১০৮.২৫ টাকা, পেট্রোল ১২২ ও অকটেন ১২৬ টাকা।
আজ রাত (বৃহস্পতিবার দিবাগত) ১২টা থেকে কার্যকর হবে জ্বালানি তেলের নতুন দাম।
এদিকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে দেশের জ্বালানি তেলের দামে বড় তফাৎ হলেই প্রতিমাসে সমন্বয় করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
বৃহস্পতিবার (৭ মার্চ) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তৌফিক-ই-ইলাহী বলেন, 'দামের তফাতের ওপর নির্ভর করেই মূল্য সমন্বয় হবে। প্রতি মাসেও হতে পারে, নাও হতে পারে। তেলের দাম উঠানামা করলে পরিবহন খাতকেও সেভাবে ভাড়া কমা বাড়ানোর নির্দেশনা দেয়া থাকবে।'
গত সেপ্টেম্বরে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালুর কথা বলা হয়। তবে দ্বাদশ জাতীয় নির্বাচনের জন্য তা পিছিয়ে নেয়া হয়। সর্বশেষ গত ২৯ ফেব্রুয়ারি জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের নির্দেশিকা প্রকাশ করে জ্বালানি মন্ত্রণালয়।
এতে বলা হয়, দেশে ব্যবহৃত অকটেন ও পেট্রোল ব্যক্তিগত যানবাহনে অধিক পরিমাণে ব্যবহার হয়। সে জন্য বাস্তবতার নিরিখে বিলাস দ্রব্য হিসেবে সবসময় ডিজেলের চেয়ে অকটেন ও পেট্রোলের দাম বেশি রাখা হয়।
সম্প্রতি জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণের প্রস্তাব অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে পাঠানো হয়। আন্তর্জাতিক বাজারে দাম কমায় গত রোববার (৩ মার্চ) জ্বালানি তেলের দাম কমার আশ্বাস দিয়েছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এ বিষয়ে সরকারপ্রধান সায় দিয়েছেন বলেও জানান তিনি।
বৃহস্পতিবার জ্বালানি তেল সমন্বয়ে বড় পরিবর্তন আসবে উল্লেখ করে গতকাল বুধবার (৬ মার্চ) চট্টগ্রামে এক অনুষ্ঠানে নসরুল হামিদ বলেছিলেন, 'আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দাম নির্ধারণ হবে। এখন থেকে প্রতি মাসের প্রথম সপ্তাহে স্বয়ংক্রিয় পদ্ধতিতে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করার সিদ্ধান্তের অংশ হিসেবে এ পরিবর্তন আনা হবে।'