পরিষেবা
অর্থনীতি

দেশে টিআইএনধারীর সংখ্যা ১ কোটি ছাড়িয়েছে

ঢাকা

দেশে ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বার বা টিআইএন ব্যবহারকারীর সংখ্যা ১ কোটি ছাড়িয়েছে। চলতি মাসের মাঝামাঝি সময়ে এ সংখ্যা ১ কোটি অতিক্রম করে বলে জানিয়েছেন এনবিআরের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।

যদিও করদাতা শনাক্ত করতে প্রয়োজনীয় নানা কাজে টিন নম্বার নেয়া বাধ্যতামূলক করায় সফলতা পেয়েছে এনবিআর। তবে করযোগ্য আয় শনাক্ত করতে নানা কাজে রিটার্ন জমার প্রাপ্তি স্বীকার বাধ্যতামূলক করলেও রিটার্ন জমা পড়ছে না টিনধারীর অর্ধেকও।

এনবিআর সূত্রে জানা গেছে, ১ কোটি টিনধারীর বিপরীতে জানুয়ারি পর্যন্ত সারাদেশে রিটার্ন জমা পড়েছে ৩৭ লাখ। যদিও গত বছরের তুলনায় এ বছর রিটার্ন জমা বেড়েছে ১৫ শতাংশেরও বেশি। তবে গত বছরের তুলনায় এ বছর একই সময়ে টিনধারীও বেড়েছে প্রায় ২০ লাখ।

গেল কয়েক বছর ধরেই এনবিআর বলছে, চাকরি, বেতন, ব্যাংক-বীমা, ট্রেড লাইসেন্সসহ আর্থিক লেনদেনে টিন নম্বার বাধ্যতামূলক থাকায় অনেকেই খুলছেন। কিন্তু পরবর্তীতে তারা আর নিজের আয় ব্যয়ের হিসাব সরকারকে দিচ্ছেন না বলে এনবিআরের রিটার্ন সংখ্যাও বাড়ছে না।

বড় একটি সংখ্যার টিন অব্যবহৃত হয়ে পড়ে আছে। তবে নির্দিষ্ট করে সে সংখ্যা ও তার কারণ নির্ণয় করতে পারেনি এনবিআর।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর