পরিষেবা
অর্থনীতি
0

পদ্মা ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ

পদ্মা ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ালেন নাফিজ সরাফত। 'স্বাস্থ্যগত' কারণ দেখিয়ে অব্যাহতি নেন তিনি।

এরইমধ্যে তার পদত্যাগপত্র গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক। তার স্থলে এখন থেকে দায়িত্ব পালন করবেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম। নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন।

বুধবার (৩১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, 'নাফিজ সরাফতের পদত্যাগপত্র গ্রহণ করেছে পদ্মা ব্যাংকের পরিচালনা পর্ষদ।'

২০১৯ সালের ২৯ জানুয়ারি ঋণ কেলেঙ্কারিসহ নানা অনিয়মের পর ফারমার্স ব্যাংকের নাম পরিবর্তন করে 'পদ্মা ব্যাংক লিমিটেড' নামকরণ করা হয়। সরকারের উদ্যোগে কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ থেকে ৭১৫ কোটি টাকা মূলধন যোগান দেয়া হয়। যা ছিল ব্যাংকের মোট মূলধনের ৬৬ শতাংশ।

৫ বছরে এসে সরকারি সংস্থার থেকে নেয়া আমানতের অর্থ ফিরিয়ে দিতে না পেরে সেগুলোকে শেয়ারে রুপান্তর করার আলোচনার মধ্যেই অব্যাহতি চেয়েছেন নাফিজ সরাফাত।

এসএস