পরিষেবা
অর্থনীতি
0

সিলেট থেকে মদিনায় সরাসরি ফ্লাইট শুরু

সিলেট থেকে সৌদি আরবের মদিনায় সরাসরি ফ্লাইট শুরু হয়েছে। প্রথম ফ্লাইটে ২৭০ জন যাত্রী যাচ্ছেন মদিনায়।

বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের বিজি-২৩৭ ফ্লাইটটি আজ বুধবার (২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৬টায় এসব যাত্রী নিয়ে মদিনার উদ্দেশ্যে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দেয়। মদিনায় সরাসরি ফ্লাইট শুরু হওয়ায় খুশি সিলেট অঞ্চলের বিমান যাত্রীসহ সংশ্লিষ্টরা।

এরআগে সিলেট বাসীর দির্ঘদিনের দাবির প্রেক্ষিতে বিকেল সাড়ে ৫ টায় কেক কেটে ও মোনাজাতের মাধ্যমে উদ্বোধন হয় সিলেট থেকে মদিনার সরাসরি ফ্লাইট।

বিজি-২৩৭ ওই ফ্লাইটটি আজ প্রথমে ৯৪ জন যাত্রী নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পোঁছে। পরে সিলেট থেকে আরও ১৭৬ জন যাত্রী নিয়ে বিকেল সাড়ে ৬ টায় সেটি মদিনার উদ্দেশ্যে ছেড়ে যায়। সিলেট থেকে মদিনায় সরাসরি ফ্লাইট চালু হওয়ায় খুশি যাত্রীরাও।

বিমান বাংলাদেশ জানায়, হজ এবং ওমরাহ যাত্রী ও সৌদি আরব প্রবাসীদের অসুবিধার কথা বিবেচনায় রেখেই তারা ফ্লাইটটি চালু করেছেন। এছাড়া বিমান সপ্তাহের প্রতি সোমবার সিলেট থেকে সরাসরি জেদ্দার উদ্দেশ্যে ফ্লাইট পরিচালনা করছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে জেদ্দার উদ্দেশ্যে যুক্ত হচ্ছে আরেকটি নতুন ফ্লাইট।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেছেন, এমন নতুন সংযোজনে তারা যাত্রীদের আন্তরিক সেবা প্রদানে প্রস্তুত।

সংশ্লিষ্টরা বলছেন, সৌদি আরবের মদিনায় সরাসরি ফ্লাইটের সাথে সিলেটের মানুষের আবেগ জড়িত। এটি শুরু হওয়ায় সিলেট অঞ্চলের যাত্রীদের দুর্ভোগ অনেকাংশে লাঘব হয়েছে।

বিমান বাংলাদেশ জানায়, সপ্তাহের প্রতি বুধবার এ ফ্লাইট অপারেট হবে। এর আগে ২০২২ সালের ২৪ অক্টোবর সিলেট-জেদ্দা সরাসরি ফ্লাইট চালু হয়।