করদাতার সঙ্গে কর কর্মকর্তাদের দূরত্ব কমানোর বিকল্প নেই বলে জানালেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো: রহমাতুল মুনিম। সকল উন্নয়ন কর্মকাণ্ডের কৃতিত্ব করদাতাকে দেয়ার মাধ্যমে উৎসাহ তৈরি হবে বলে মনে করেন তিনি।
আয় বাড়বে জনগণের, রাজস্ব বাড়বে সরকারের। সমৃদ্ধি ও স্বনির্ভরশীলতার এ পরিকল্পনা বাস্তবায়নে এনবিআরের নজর ব্যক্তি করদাতার দিকে। তাই, শুধু আইন করেই নয়, বরং সঠিক মূল্যায়নের মাধ্যমে করদাতাকে করতে হবে আকৃষ্ট।
দেশে প্রায় কোটির কাছাকাছি ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বরের বিপরীতে জুলাই থেকে নভেম্বর পর্যন্ত রিটার্ন জমা পড়েছে মাত্র সাড়ে ২২ লাখ। অর্থবছরে পূর্ণ হয় না অর্ধেকের গণ্ডিও। এ নিয়ে আয়কর দিবসের সেমিনারে এনবিআর চেয়ারম্যান বলেন, করদাতার সঙ্গে কর আহরণকারীর দূরত্ব কমানোর বিকল্প নেই। বিলবোর্ড বা সাইনবোর্ডের মাধ্যমে সকল উন্নয়ন কর্মকাণ্ডের কৃতিত্ব করদাতাকে দিলে উৎসাহ তৈরি হবে বলেও মনে করেন তিনি।
করদাতা বাড়াতে নানা কাজে রিটার্ন জমার প্রাপ্তি স্বীকার বাধ্যতামূলক করা, সঠিক সময়ে রিটার্ন জমা না দিলে জরিমানার বিধান, বেসরকারি কল্যাণ তহবিলকে করের আওতায় আনা, প্রান্তিক পর্যায়ে রিটার্ন প্রস্তুতে তৃতীয়পক্ষ নিয়োগসহ চলতি অর্থবিলে যুক্ত হয়েছে নানা পদক্ষেপ। এনবিআর চেয়ারম্যান বলেন, করের পরিধি বাড়াতেই এসব পদক্ষেপ। তবে আয়কর আইন, পরিমার্জিন বা সংশোধনের ঊর্ধ্বে নয়।
এনবিআর করের বোঝা চাপিয়ে দিচ্ছে এমনটা না ভাবতেও করদাতার প্রতি আহ্বান এনবিআর চেয়ারম্যানের।
