তবে চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে ৩১ ডিসেম্বর পর্যন্ত সেবা কার্যক্রম চলমান রাখতে এনবিআরকে চিঠি দিয়েছে ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই।
শনিবার (১৯ নভেম্বর) এনবিআরে পাঠানো এফবিআইয়ের সভাপতি মো. মাহবুবুল আলমের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, নতুন আয়কর আইন দেরিতে প্রকাশের কারণে করদাতারা প্রস্তুতি নিতে পারেননি।
অপরদিকে রাজনৈতিক অস্থিরতা ও নির্বাচনকে সামনে রেখে অনেক করদাতাই ৩০ নভেম্বরের মধ্যে কর দিতে পারবেন না বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
এ অবস্থায় আয়কর সেবার সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ এক মাস বাড়ানোর দাবি জানিয়েছে ব্যবসায়ীরা।
এফবিসিসিআই সূত্রে জানা গেছে, এনবিআরের কাছে দাবি জানানোর জন্য সারাদেশের বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে এফবিসিসিআইয়ের কাছে চিঠি পাঠাচ্ছেন ব্যবসায়ীরা।