দেশে এখন , কৃষি
অর্থনীতি
0

মৌসুমের ধান চালের মূল্য নির্ধারণ, ৭ মে থেকে সংগ্রহ শুরু

দেশের প্রান্তে প্রান্তে শুরু হয়েছে বোরো ফসল তোলার ধুম। এই মৌসুমকে সামনে রেখে প্রয়োজনীয় খাদ্যশস্য মজুদের প্রস্তুতি নিচ্ছে সরকার। আসন্ন বোরো মৌসুমের ধান-চাল ও গম সংগ্রহের মূল্য নির্ধারণ করেছে সরকার। এই মৌসুমে ১৭ লাখ ৫০ হাজার টন ধান, চাল ও গম সংগ্রহ করা হবে।

এর মধ্যে ৩২ টাকা কেজি দরে ৫ লাখ টন ধান, ৪৫ টাকা কেজি দরে ১১ লাখ টন সিদ্ধ চাল, ৪৪ টাকা কেজি দরে ১ লাখ টন আতপ চাল এবং ৩৪ টাকা কেজি দরে ৫০ হাজার টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

আজ রোববার (২১ এপ্রিল) বেলা ১২টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় এই মূল্য নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

মন্ত্রী জানান, আগামী ৭ থেকে ৩১ আগস্ট পর্যন্ত এ ধান-চাল সংগ্রহ চলবে। এবার প্রায় ৭ হাজার কোটি টাকার ধান-চাল কেনার লক্ষ্যমাত্রা রয়েছে।

খাদ্যমন্ত্রী আরও জানান, চাল ও গম মিলিয়ে ১২ লাখ মেট্টিক টন খাদ্য মজুত আছে। সভায় শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মহিববুর রহমান, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, ২০২৩ সালে ধান-চাল ও গমের সংগ্রহ মূল্য ছিল যথাক্রমে ৩০ টাকা, ৪৪ টাকা ও ৩৫ টাকা।