চুক্তি
অর্থনীতি
0

পূর্ব তিমুরে বাংলাদেশের রপ্তানি পণ্যের সম্ভাবনা রয়েছে: ড. ইউনূস

পূর্ব তিমুরে বাংলাদেশের রপ্তানি পণ্যের সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ (রোববার, ১৫ ডিসেম্বর) দুপুরে তেজগাওঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশ-পূর্ব তিমুরের মধ্যে সম্পর্ক জোরদার করার লক্ষ্যে এক বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

যৌথ প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বৈঠকে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টার।

যৌথ ব্রিফিংয়ে প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা বলেন,‘ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে আসা বাংলাদেশের জন্য সৌভাগ্যের। দুদেশের বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদার হবে। বাংলাদেশের থেকে পণ্য আমদানি বাড়াবে পূর্ব তিমুর।’

বৈঠক শেষে দুদেশের প্রতিনিধি দল অংশ নেয় দ্বিপক্ষীয় বৈঠকে। যেখানে বাণিজ্য ও যোগাযোগ বাড়াতে ফলপ্রসু আলোচনা হয়। এরপর দুদেশের অফিসিয়াল এবং কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি ও ফরেন অফিস কনসালটেনসি আর ঢাকায় পূর্ব তিমুরের অনারারি কনস্যুলেট খোলার জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর সই হয়।

এদিকে আজ (রোববার, ১৫ ডিসেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে বাংলাদেশ সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তাকে গার্ড অব অনার প্রদান করে তিন বাহিনীর সদস্যরা।

এর আগে চার দিনের সরকারি সফরে শনিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পূর্ব তিমুরের প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানান।

এএম