চুক্তি
অর্থনীতি
0

পেট্রোবাংলার বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর সম্পন্ন

পেট্রোবাংলার বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৭ জুন) পেট্রোবাংলার চেয়ারম্যান এবং আওতাধীন কোম্পানিসমূহের ব্যবস্থাপনা পরিচালকদের মধ্যে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) বোর্ডরুমে মন্ত্রিপরিষদ বিভাগের ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি প্রণয়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন নির্দেশিকা, ২০২৪-২৫’ অনুযায়ী এ চুক্তি হয়েছে।

এতে পেট্রোবাংলার পক্ষে চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার এবং কোম্পানিসমূহের পক্ষে সংশ্লিষ্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এ চুক্তিতে স্বাক্ষর করেন। একইসঙ্গে পেট্রোবাংলার শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ২০২৩-২৪ এর আওতায় একজন ব্যবস্থাপনা পরিচালকসহ পুরস্কারপ্রাপ্ত দু’জন কর্মকর্তা ও দু’জন কর্মচারির মধ্যে সম্মাননা স্মারক ও পত্র বিতরণ করা হয়।

এসময় পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) জনাব মো. আলতাফ হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে পেট্রোবাংলার পরিচালকরা, সচিব (ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক) ও মহাব্যবস্থাপক, পেট্রোবাংলার আওতাধীন কোম্পানিসমূহের ব্যবস্থাপনা পরিচালক, সকল মহাব্যবস্থাপক, পেট্রোবাংলার এপিএ টিম ও নৈতিকতা কমিটির সদস্য উপস্থিত ছিলেন।