শিল্প-কারখানা
অর্থনীতি
0

এবার চামড়া সংরক্ষণ ব্যবস্থাপনা অনেক বেশি পরিবেশবান্ধব: শিল্প সচিব

এবার চামড়া সংরক্ষণ ব্যবস্থাপনা অনেক বেশি পরিবেশবান্ধব বলে দাবি করেছেন শিল্প সচিব জাকিয়া সুলতানা। যদিও শিল্প নগরীর ঠিক বাইরেই গড়ে ওঠা অবৈধ আড়তের মাধ্যমে দূষিত হচ্ছে পরিবেশ। তবে তা মানতে নারাজ শিল্প সচিব। এদিকে, কোরবানির দিন থেকে সাভার বিসিক চামড়া শিল্পনগরীতে প্রায় ৫ লাখ কাঁচা চামড়া সংগ্রহ করা হয়েছে। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন বলছে, ঢাকার বাইরের চামড়া সংগ্রহ করা শুরু হলে পূরণ হবে লক্ষ্যমাত্রা।

দেশের দ্বিতীয় বৃহত্তম শিল্প চামড়া ও চামড়াজাত পণ্য। তবে প্রতি বছরই কাঁচা চামড়া সংগ্রহের যে লক্ষ্যমাত্রা থাকে তা পূরণে ব্যর্থ ট্যানারি ব্যবসায়ীরা। এছাড়াও বিদেশে রপ্তানি করে যে বৈদেশিক মুদ্রা আয়ের লক্ষ্য সরকারের থাকে সেটিও পূরণ হয় না। এসব কিছুর মাঝেই এবারের কোরবানি ঈদে প্রায় ১ কোটি পিস কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করে টানারি সংশ্লিষ্টরা।

কোরবানি ঈদের পরদিন খুব একটা জমে উঠেনি সাভারের বিসিক চামড়া শিল্পনগরী। ঈদের দিন ও রাতে যে কাঁচা চামড়া ট্যানারিগুলোতে ঢুকেছে সেগুলোতে লবণ লাগাতে ব্যস্ত সময় শ্রমিকরা। ট্যানারি সংশ্লিষ্টদের দাবি, এবারের চামড়া কেনা ও সংগ্রহে খুশি তারা।

এদিকে মঙ্গলবার ( ১৮ জুন)  সকালে সাভারের বিসিক চামড়া শিল্পনগরী পরিদর্শন করে শিল্প মন্ত্রণালয়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বিসিকের কর্মকর্তারা। অতীতের যেকোনো সময়ের চেয়ে এবার চামড়া সংরক্ষণ ব্যবস্থাপনা অনেক বেশি পরিবেশবান্ধব হয়েছে বলে দাবি করেন শিল্প সচিব। তবে চামড়া শিল্প নগরীর ঠিক বাইরেই দেখা মেলে উল্টো চিত্রের। অবৈধভাবে গড়ে ওঠা চামড়ার আড়ত থেকে বের হচ্ছে দূষিত বর্জ্য। এসব আড়ত কিভাবে চলছে এমন প্রশ্নে সচিব জানান, ট্যানারি ব্যবসায়ীদের জায়গা স্বল্পতায় বাইরে লবণযুক্ত কাঁচা চামড়া সংগ্রহ করা হচ্ছে।

শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা বলেন, 'এবার অনেক কম। গতবার তো রাস্তার দুই ধারে চামড়া প্রক্রিয়া করা হচ্ছিল। আমরা ঢাকার ডিসিকে বলেছিলাম উচ্ছেদ করতে। লবণ লাগিয়ে রাখলে ৩ মাস পর্যন্ত চামড়া ভালো থাকে। চামড়া নষ্ট হওয়ার থেকে লবণ লাগিয়ে রাখায় ভালো।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ জানায়, ঢাকার বাইরের চামড়া সপ্তাহখানেকের আগে সাভার বিসিক চামড়া শিল্পনগরীতে ঢুকতে দেয়া হবে না। এছাড়াও অবৈধ আড়ত উচ্ছেদে মন্ত্রণালয় থেকে দিক নির্দেশনা পেলে নেয়া হবে ব্যবস্থা।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান বলেন, 'ট্যানারির বাহিরে বা কাছাকাছি কোনো আড়ত থাকবে না। কিভাবে তাদের উচ্ছেদ করা যায় তা নিয়ে ঢাকার ডিসির সাথে কথা হয়েছে।'

এদিকে বিসিক চামড়া শিল্পনগরীর বাইরের অবৈধ আড়ত ট্যানারি ব্যবসায়ীদের গলার কাটা হয়ে আছে বলে অভিযোগ করেন ট্যানার্স অ্যাসোসিয়েশন। এবছর কাচা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হবে বলেও দাবি সংগঠনটির।

বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান বলেন, 'ট্যানারির বাহিরে কিছু অবৈধ আড়ত গড়ে উঠেছে যার কারণে আমাদেরে চামড়া সংগ্রহে ব্যাঘাত ঘটছে।'

পরিবেশ রক্ষায় সাভারে আরও একটি ও চট্টগ্রামে প্রথমবারের মত একটি সিইটিপি করা হবে বলে জানান শিল্প সচিব।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর