অধিকাংশ বিসিক শিল্পনগরীর রুগ্ণ দশা; কোনোমতে ব্যবসা করছেন উদ্যোক্তারা
উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠা করেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প প্রতিষ্ঠান (বিসিক)। তবে স্বাধীনতার এতো বছর পরও ঢাকাসহ কয়েকটি জেলার বিসিক শিল্পনগরীর অবকাঠামোর চিত্র রুগ্ণ। সেখানকার ব্যবসায়ীদের দাবি, নিজ উদ্যোগেই তারা ব্যবসা করে যাচ্ছেন। আর শিল্পমন্ত্রী বলছেন, নতুন করে সাজানো হবে বিসিক শিল্প নগরীগুলোকে। সহজ শর্তে ঋণ, সরাসরি রপ্তানির সুযোগ, শতভাগ প্লট বরাদ্দ নিশ্চিত করতে পারলে বিসিক শিল্প নগরী হতে পারে দেশের অর্থনীতির অন্যতম চাবিকাঠি এমনটা মত অর্থনীতিবিদদের।
এবার চামড়া সংরক্ষণ ব্যবস্থাপনা অনেক বেশি পরিবেশবান্ধব: শিল্প সচিব
এবার চামড়া সংরক্ষণ ব্যবস্থাপনা অনেক বেশি পরিবেশবান্ধব বলে দাবি করেছেন শিল্প সচিব জাকিয়া সুলতানা। যদিও শিল্প নগরীর ঠিক বাইরেই গড়ে ওঠা অবৈধ আড়তের মাধ্যমে দূষিত হচ্ছে পরিবেশ। তবে তা মানতে নারাজ শিল্প সচিব। এদিকে, কোরবানির দিন থেকে সাভার বিসিক চামড়া শিল্পনগরীতে প্রায় ৫ লাখ কাঁচা চামড়া সংগ্রহ করা হয়েছে। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন বলছে, ঢাকার বাইরের চামড়া সংগ্রহ করা শুরু হলে পূরণ হবে লক্ষ্যমাত্রা।