শিল্প-কারখানা
অর্থনীতি
0

বিজিএমইএ'র নতুন সভাপতি এস এম মান্নান কচি

দেশের তৈরি পোশাক রপ্তানিকারক সংগঠন বিজিএমইএ'র দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে 'ফোরাম' প্যানেলকে হারিয়ে বড় জয় পেয়েছে 'সম্মিলিত পরিষদ' প্যানেল। ঢাকা ও চট্টগ্রামে মোট ৩৫ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। নতুন সভাপতি হচ্ছেন এস এম মান্নান কচি।

শনিবার সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। পছন্দের প্রার্থীকে একে একে ভোট দেন ভোটাররা।

বিজিএমইএ'র ২০২৪-২৬ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচনে মোট ভোটা্র ছিলেন দুই হাজার ৪শ' ৯৬ জন। তাদের মধ্যে ২ হাজার ২২৬টি ভোট পড়ে। এরমধ্যে ঢাকায় ২ হাজার ৩২ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১ হাজার ৮৩৯ জন আর চট্টগ্রামে ৪৬৪টির মধ্যে ৩৮৭ ভোট পড়ে। দ্বিবার্ষিক এই নির্বাচনে ঢাকা ও চট্টগ্রামে মোট ৩৫টি পরিচালক পদের বিপরীতে লড়েন ৭০ প্রার্থী।

সারাদিন ভোটগ্রহণের পর চলে ভোট গণনা। কে কত ভোট পাচ্ছে তা লাইভ বোর্ডেও সরাসরি দেখানো হয়। এরপর রাত ১২টায় ফলাফল প্রকাশ। 'ফোরাম'কে বিপুল ভোটে হারিয়ে পুরো প্যানেল নিয়ে বিজয়ী হয় 'সম্মিলিত পরিষদ'। ঢাকা থেকে নির্বাচিত হন ২৬ জন এবং চট্টগ্রাম থেকে ৯ জন।

বিজয়ীরা বলছেন, সরকারের সহযোগিতায় চলমান সব চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের পোশাক শিল্পকে আরও এগিয়ে নেয়াই হবে তাদের লক্ষ্য। এছাড়া এনবিআর, কাস্টমস, বন্ডের অথরিটিদের সাথে বসে তাদের যেসব ছোট এবং মাঝারি ফ্যাক্টরি বা বড় ফ্যাক্টরির ভুল বোঝাবুঝি আছে এবং নীতিমালা সংস্কারের দরকার আছে সেগুলো নিয়েও কাজ করবেন বলে জানান তারা।

নির্বাচিত পরিচালকের মধ্য থেকেই নির্বাচিত হবেন বিজিএমইএ'র সভাপতি। সাধারণত প্যানেলের নেতৃত্বে থাকা ব্যক্তিই হন সভাপতি। সে হিসেবে নতুন সভাপতি হচ্ছেন সেহা ডিজাইন লিমিটেডের চেয়ারম্যান এবং বর্তমান বিজিএমইএ'র সিনিয়র সহ-সভাপতি এস এম মান্নান কচি।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর