সকালে রাজধানীর একটি হোটেলে টেকসই এ্যাপারেল ফোরামের এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, পরিবেশ রক্ষা করে উৎপাদন, শোভন কাজ, শ্রমিকের অধিকার নিশ্চিত করার মত কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। যা নিয়ে আলোচনা করতে এই ফোরামের আয়োজন।
অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেন, শ্রম আইন নিয়ে বাংলাদেশের নাগরিক সমাজ, ট্রেড ইউনিয়ন এবং সরকারের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছে ইইউ। জানান, আগামীতে ইউরোপসহ অন্যান্য উন্নত দেশের ক্রেতারা সেসব পণ্য কিনবে যারা পরিবেশ রক্ষা করে পণ্য উৎপাদন করে। তাই তৈরি পোশাক খাতের ভবিষ্যৎ ব্যবসা সেদিকেই যাচ্ছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, অনেকে শ্রম আইন নিয়ে উদ্বেগের কথা জানালেও আমরা বলতে চাই এই নিয়ে সরকার কাজ করছে, এরইমধ্যে শ্রম আইন নিয়ে একটি রোড ম্যাপ তৈরি করা হয়েছে। সরকার তার প্রতিশ্রুতি রক্ষা করবে।