বার্তা সংস্থা রয়টার্স বলছে, জাপানি মুদ্রা ইয়েনের দরপতন, যুক্তরাষ্ট্রে ফেডারেল সরকারের অচলাবস্থা ও অতিরিক্ত সুদের হার কমানোর প্রত্যাশা এসব কারণে, নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের চাহিদা বেড়েছে।
আরও পড়ুন:
বিনিয়োগকারীদের নির্ভরযোগ্য সম্পদ হিসেবে এ সোনালী ধাতুর ওপর আস্থা বরাবরই ছিলো তুঙ্গে। গতকাল প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে দাঁড়ায় ৩ হাজার ৯২৯ ডলারে। ফলে আগামী ডিসেম্বরে সরবরাহের জন্য প্রতি আউন্স স্বর্ণের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে ৩ হাজার ৯৫৪ ডলারে পৌঁছাতে পারে।





