বাজার , স্বর্ণের বাজার
অর্থনীতি
0

দেশের বাজারে স্বর্ণের দাম কমলো

দেশের বাজারে স্বর্ণের দাম কমলো। ভরিতে ৮৩৯ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ১ লাখ ১৬ হাজার ৭৩৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ (শনিবার, ২০ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং মনিটরিংয়ের এক সভায় এই দাম নির্ধারণ করা হয়।

সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে আজ দুপুর সাড়ে ৩টা থেকে নতুন দাম কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং মনিটরিংয়ের চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

নির্ধারিত নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ১৬ হাজার ৭৩৪ টাকা। ২১ ক্যারেট ১ লাখ ১১ হাজার ৩৬৯ টাকা, ১৮ ক্যারেট ৯৫ হাজার ৩৮৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৭৯ হাজার ৩৫১ টাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সকল জুয়েলারি ব্যবসায়ীদের পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত বর্ণিত মূল্যে স্বর্ণ বিক্রয়ের জন্য অনুরোধ করা হলো।

বাজারে সবচেয়ে ভালো মানের স্বর্ণের ভরি ১ লাখ ১৭ হাজার ৫৭৩ টাকায় বিক্রি হচ্ছে, যা গত ৮ এপ্রিল থেকে কার্যকর রয়েছে।

এর আগে ৬ এপ্রিল আরেক দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়। এই নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ৮ বার স্বর্ণের দাম সমন্বয় করলো বাজুস।