দেশে তৃতীয়বারের মতো আয়োজন করা হবে এ স্বর্ণের মেলা। বাজুস আয়োজিত এ মেলায় ৪১টি জুয়েলারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। মেলা উপলক্ষে এসব প্রতিষ্ঠান ক্রেতাদের জন্য বিশেষ অফার দেয়ার ঘোষণা দিয়েছে।
এ মেলা দেশিয় জুয়েলারি শিল্পকে সমৃদ্ধ করার পাশাপাশি বিশ্ববাজারে বাংলাদেশের নতুন অবস্থান তৈরিতে ভূমিকা রাখবে বলে মনে করছে মেলার আয়োজকরা। তারা বলছে, দেশের স্বর্ণ শিল্পীদের হাতে গড়া নিত্য নতুন আধুনিক ডিজাইনের অলংকারের পরিচিতি বাড়বে বিশ্ববাজারে।
ঢাকার ৩০০ ফিট পূর্বাচল এক্সপ্রেসের নবরাত্রি ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে ৮, ৯ ও ১০ ফেব্রুয়ারি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এ মেলা।
মেলায় প্রবেশ মূল্য ১০০ টাকা। ৫ বছর পর্যন্ত শিশুদের জন্য কোনো টিকিট প্রয়োজন হবে না।