বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘যেহেতু স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানির সঙ্গে দুই দেশের স্বার্থই জড়িত রয়েছে, তাই আনুষ্ঠানিক চিঠি পেলে আলোচনার মাধ্যমে বিষয়টি সুরাহা করা হবে।’
এর আগে শনিবার (১৭ মে) ভারতীয় স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক ও কিছু প্রক্রিয়াজাত পণ্য প্রবেশের উপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। নিষেধাজ্ঞার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর (ডিজিএফটি)।
এতে বলা হয়, বাংলাদেশের কিছু নির্দিষ্ট পণ্য ভারতের স্থলবন্দর দিয়ে আসায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
বিস্তারিত পড়তে:
দেশটির বাণিজ্য মন্ত্রণালয় আরো জানিয়েছে, ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল ও ভুটানের উদ্দেশে পরিবহন করা বাংলাদেশি পণ্যের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না।