দেশে এখন , আমদানি-রপ্তানি
অর্থনীতি
0

৩০ প্রতিষ্ঠানকে ৮৩ মেট্রিক টন চাল আমদানির অনুমতি

বোরো মৌসুম আসতে বাকি বেশ কিছু সময়। এরমধ্যেই অস্থিতিশীল হয়ে উঠেছে চালের বাজার। এই অবস্থায় বাজার স্থিতিশীল রাখতে বেসরকারি খাতে চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

প্রাথমিকভাবে ৩০টি প্রতিষ্ঠানকে চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে, যার মধ্যে সিদ্ধ চাল ৪৯ হাজার মেট্রিক টন আর আতপ চাল ৩৪ হাজার মেট্রিক টন।

আজ (বৃহস্পতিবার, ২১ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান খাদ্য সচিব ঈসমাইল হোসেন। বলেন, যারা চাল আমদানির অনুমতি পেয়েছেন, তাদের ২৫ এপ্রিলের মধ্যে দেশের বাজারে চাল বাজারজাত করতে হবে।

বাজার পরিস্থিতি বুঝে পর্যায়ক্রমে আরও প্রতিষ্ঠানকে অনুমতি দেয়া হবে বলে জানান সচিব। সরবরাহ মসৃণ থাকলে অবৈধ মজুত ও দামের ঊর্ধ্বগতি ঠেকানো যায় জানিয়ে তিনি আরও বলেন, আমদানিকারকদের ভারত থেকে চাল আমদানি করার চিন্তা থাকলেও বিকল্প হিসেবে মিয়ানমার রয়েছে।

এর আগে দেশে চালের বাজার নিয়ন্ত্রণে আনতে ৬৩ বেসরকারি প্রতিষ্ঠানকে ৯১ হাজার টন চাল আমদানির অনুমতি দিয়েছিল সরকার।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর