মিলগেটে ১০০-১৫০ টাকা কমেছে চালের দাম : খাদ্যমন্ত্রী

0

'প্রয়োজনে রাশিয়া থেকে গম কিনবে সরকার'

মিলগেটে আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) প্রতি বস্তায় ১০০-১৫০ টাকা করে চালের দাম কমেছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

সকালে সচিবালয়ে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মনটিটস্কি'র সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।

দাম বৃদ্ধি কোনভাবেই মেনে নেওয়া হবে না জানিয়ে মন্ত্রী বলেন, কাউকে ছাড় দেওয়া হবে না। অবৈধভাবে চালের দাম যারা বাড়াচ্ছে তাদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে, এই অভিযান চলমান থাকবে।

মন্ত্রী সাংবাদিকদের আরও জানান, 'রাশিয়া বাংলাদেশকে গম কেনার আমন্ত্রণ জানিয়েছে, প্রয়োজন হলে তাদের কাছ থেকে আগামী অর্থবছরে গম কেনা হবে।'




এসএসএস