ব্যাংকপাড়া
অর্থনীতি
1

অক্টোবরের ৫ দিনে রেমিট্যান্স এসেছে ৪২৫ মিলিয়ন ডলার

অক্টোবর মাসের প্রথম পাঁচ দিনে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স এসেছে ৪২৫ মিলিয়ন বা ৪২ কোটি ৫০ লাখ ডলার। যা গত বছরের একই সময়ের চেয়ে ১০০ মিলিয়ন বেশি। আজ (রোববার, ৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য থেকে এটি জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, অক্টোবর মাসের ৩ থেকে ৫ তারিখ পর্যন্ত রেমিট্যান্স এসেছে ১৭৭ মিলিয়ন ডলার। গত বছরের অক্টোবরের প্রথম পাঁচ দিনে এসেছিল ৩২৫ মিলিয়ন ডলার।

এছাড়া চলতি বছরের জুলাই থেকে অক্টোবর মাসের পাঁচ তারিখ পর্যন্ত প্রবাসী আয় এসেছে প্রায় ৬৯৭ কোটি ডলার। যা গত বছরের একই সময়ে ছিল ৫২৩ কোটি ডলার।

এদিকে সবশেষ সেপ্টেম্বর মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২৪০ কোটি ডলারের বেশি।

এর আগে ব্যাংকিং চ্যানেলে সেপ্টেম্বর মাসে ২.৪০ বিলিয়ন (২৪০ কোটি  ৪৮ লাখ) ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছিলেন প্রবাসী বাংলাদেশিরা। দেশিয় মুদ্রায় যার পরিমাণ ২৮ হাজার ৮৫৭ কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা ধরে) যা গত চার বছরের মধ্যে একক মাসে প্রবাসী আয়ের দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ।

একক মাস হিসেবে গত বছরের তুলনায় এ বছরের সেপ্টেম্বরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৮০.২ শতাংশ। গত বছরের সেপ্টেম্বরের রেমিট্যান্স এসেছিল ১৩৩ কোটি ডলার। তার আগে ২০২২ সালের সেপ্টেম্বরে এসেছিল ১৫৪ কোটি ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, সেপ্টেম্বরে দেশে যে পরিমাণ রেমিট্যান্স এসেছে এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৬৩ কোটি ৮৩ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ১১ কোটি ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৬৫ কোটি ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬২ লাখ মার্কিন ডলার।

অন্যদিকে আগস্টে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২২২ কোটি ডলার। দেশিয় মুদ্রায় যার পরিমাণ ২৬ হাজার ৬৫৬ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে ১৯১ কোটি ৩৫ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স এসেছিল। যা আগের ১০ মাসের মধ্যে সর্বনিম্ন।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর