কর্মকর্তা কর্মচারিদের চাপের মুখে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কাছে পদত্যাগ পত্র দেন। আজ (মঙ্গলবার, ২০ আগস্ট) আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তার পদত্যাগপত্র গ্রহণ করেছে বলে উপসচিব আফসানা বিলকিস স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে।
গতকাল সোমবার দুপুর থেকে সন্ধ্যার পর পর্যন্ত পদোন্নতি ও চাকরি স্থায়ী করার দাবিতে সোনালী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের একটি অংশ চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকীকে ব্যাংকটির প্রধান কার্যালয়ে তার দপ্তরে ঘেরাও করে রাখেন।
এরপর সেনাবাহিনীর সহায়তায় তিনি সন্ধ্যার পরে সোনালী ব্যাংক থেকে বের হয়ে আসেন।