ব্যাংকপাড়া
অর্থনীতি
0

ইসলামী ব্যাংকের শীর্ষ আট কর্মকর্তা বরখাস্ত

এস আলম গ্রুপের মালিকানাধীন ইসলামী ব্যাংকের শীর্ষস্থানীয় আটজন কর্মকর্তাকে বরখাস্ত করেছে ব্যাংকটি। আজ (সোমবার, ১৯ আগস্ট) ইসলামী ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। গ্রুপটির অন্যতম প্রভাবশালী ইসলামী ব্যাংকের ঋণ বিতরণ ও এলসি বন্ধে কেন্দ্রীয় ব্যাংকের নিষেধাজ্ঞার পরই এ সিদ্ধান্তের কথা জানালো ব্যাংকটি।

বরখাস্ত হওয়া শীর্ষ কর্মকর্তাদের মধ্যে একজন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও পাঁচজন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি)। বাকি দু’জন ব্যাংকের দুটি বিভাগের প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন।

তারা হলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জে কিউ এম হাবীবুল্লাহ, উপব্যবস্থাপনা পরিচালক মো. আকিজ উদ্দিন, মোহাম্মদ সাব্বির, মিফতাহ উদ্দিন, মো. রেজাউল করিম ও ড. মো. আব্দুল্লাহ আল মামুন। এছাড়া চিফ এন্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার (ক্যামেলকো) তাহের আহমেদ চৌধুরী ও ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির (আইবিটিআরএ) প্রিন্সিপাল মো. নজরুল ইসলাম।

বরখাস্ত হওয়া কর্মকর্তাদের সবাই এস আলম গ্রুপের মালিক সাইফুল আলমের (এস আলম) সহযোগী বলে জানা গেছে। এর মধ্যে এস আলমের একান্ত সচিব আকিজ উদ্দিন ও ইসলামী ব্যাংকের ঋণের দায়িত্বে থাকা মিফতাহ উদ্দিন অন্যতম। তারা দুজনই ব্যাংকটির ডিএমডি ছিলেন। এই দুই কমকর্তা ব্যাংকটির ঋণ বিতরণ ও মানবসম্পদ বিভাগ দেখাশোনা করতেন।

এদিকে আজ দুপুরে এস আলম গ্রুপের ছয়টি ব্যাংকের সব ধরনের ঋণ বিতরণে নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে এলসি বন্ধেরও নির্দেশনা দেয়া হয়েছে। গ্রুপটির মালিকানায় থাকা ব্যাংকগুলো হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ও বাংলাদেশ কমার্স ব্যাংক।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর