ব্যাংকপাড়া
অর্থনীতি
0

এস আলম গ্রুপের ৬ ব্যাংকের ঋণ বিতরণ ও এলসি বন্ধে কেন্দ্রীয় ব্যাংকের নিষেধাজ্ঞা

এস আলম গ্রুপের ছয়টি ব্যাংকের সব ধরনের ঋণ বিতরণে নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে এলসি বন্ধেরও নির্দেশ দেয়া হয়েছে। আজ (সোমবার, ১৯ আগস্ট) এক চিঠিতে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি জানানো হয়।

ঋণ বিতরণে নিষেধাজ্ঞা আরোপের ফলে ব্যাংকগুলো আর নতুন করে কোনো গ্রাহককে ঋণ সুবিধা দিতে পারবে না। এরই মধ্যে ব্যাংকগুলোকে চিঠি দিয়ে এই নিষেধাজ্ঞার বিষয়টি জানিয়ে দেয়া হয়েছে।

এস আলমের গ্রুপের মালিকানায় রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ও বাংলাদেশ কমার্স ব্যাংক।

চিঠিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এসব ব্যাংক নতুন করে ঋণ বিতরণ করতে পারবে না। আগের ঋণ নবায়নও করতে পারবে না।

তবে কৃষি, চলতি মূলধন, এসএমই, আমানতের বিপরীতে ঋণ ও প্রণোদনা প্যাকেজের আওতায় ৫ কোটি টাকা পর্যন্ত দিতে পারবে। পাঁচ কোটি টাকার বেশি হলে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হবে।

এছাড়া এই ছয় ব্যাংকের ঋণ বিতরণের পাশাপাশি এলসি বন্ধের বিষয়ে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ব্যাংকগুলোর কাছে পাঠানো চিঠিতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংকের সার্বিক আর্থিক অবস্থার অবনমন রোধ ও আমানতকারীদের স্বার্থ সংরক্ষণে এই ব্যবস্থা নেয়া হয়েছে। এতে বলা হয়েছে, ব্যাংকের আর্থিক অবস্থা উন্নতি ও আমানতকারীদের স্বার্থ রক্ষায় ব্যাংক কোম্পানি আইনে অর্পিত ক্ষমতাবলে এই নির্দেশ দেয়া হলো।

tech