ব্যাংকপাড়া
অর্থনীতি
0

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর খুঁজতে ৩ সদস্যের সার্চ কমিটি

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর খুঁজতে ৩ সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়েছে। রোববার (১১ আগস্ট) অর্থ মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত সার্চ কমিটি গঠন করা হয়।

ডেপুটি গভর্নর খুঁজতে তিন সদস্যের এই কমিটিতে আছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর, সাবেক অর্থ সচিব মুসলিম চৌধুরী ও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজি নজরুল ইসলাম।

এর আগে শেখ হাসিনার সরকারের পতনের পর ৭ আগস্ট বাংলাদেশ ব্যাংকে অস্থিরতা শুরু হয়। বিক্ষুব্ধ কর্মকর্তা ও কর্মচারীরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর, চার ডেপুটি গভর্নর, উপদেষ্টা ও আর্থিক গোয়েন্দা দপ্তরের প্রধানের পদত্যাগের দাবিতে মিছিল করেন।

বিক্ষোভের এক পর্যায়ে তারা বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর-১ কাজী ছাইদুর রহমানকে সাদা কাগজে সই করতে বাধ্য করেন। এ সময় তিনি একটি সাদা কাগজে পদত্যাগের কথা লেখেন এবং তাতে স্বাক্ষর করেন।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর