ব্যাংকপাড়া
অর্থনীতি
0

বাংলাদেশ ব্যাংকের তিন ডিজির পদত্যাগ

নতুন ডিজি নিয়োগ হলে পদত্যাগ করবেন আরও একজন

কর্মকর্তা ও কর্মচারীদের চাপের মুখে পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের তিন ডিজি (ডেপুটি গভর্নর)। আজ (বুধবার, ৭ আগস্ট) সকাল থেকে কর্মকর্তা ও কর্মচারীরা পদত্যাগের দাবি জানিয়ে গভর্নর ভবনে আটকে রাখলে তারা এ সিদ্ধান্ত নেন।

কেন্দ্রীয় ব্যাংকের পর্ষদে একজন গভর্নর ও চারজন ডেপুটি গভর্নরসহ আরও বেশকিছু কর্মকর্তা রয়েছেন। এরমধ্যে মঙ্গলবার থেকে অফিস করছেন না গভর্নর। আর বাকিরা অফিস করলেও তাদের মধ্যে চারজন ডিজির পদত্যাগের দাবি তোলা হয়।

পরে একসাথে সবাই পদত্যাগ করলে পর্ষদ ভেঙে যাওয়ার আইন থাকায় শুধু একজন বাদে ডিজি তিনজনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। বেলা ১২টার দিকে ডিজি কাজী ছাইদুর রহমান বাংলাদেশ ব্যাংক ত্যাগ করেন।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের চাপে এ পর্যন্ত হাতে লিখিত কাগজে স্বাক্ষর করে পদত্যাগ করেছেন ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান। বাকি দুই ডেপুটি গভর্নর মৌখিক পদত্যাগ করেছেন। ইতোমধ্যে দুজন গভর্নর বাংলাদেশ ব্যাংক থেকে বের হয়ে গেছেন।

tech