ব্যাংকপাড়া
অর্থনীতি
0

ব্যাংক এশিয়ার সঙ্গে একীভূত হবে করাচিভিত্তিক ব্যাংক আলফালাহ

পাকিস্তানের করাচিভিত্তিক ব্যাংক আলফালাহ বাংলাদেশকে অধিগ্রহণ করবে বেসরকারি খাতের ব্যাংক এশিয়া। আজ (বুধবার, ১৭ এপ্রিল) ব্যাংক আলফালাহর করাচি পর্ষদ পাকিস্তান স্টক এক্সচেঞ্জে এ তথ্য প্রকাশ করেছে।

ব্যাংকটি জানিয়েছে, পরিচালনা পর্ষদের সম্মতি সাপেক্ষে ব্যাংকটির বাংলাদেশের কার্যক্রম, সম্পদ এবং দায় অধিগ্রহণের জন্য ব্যাংক এশিয়া লিমিটেডের কাছ থেকে পাওয়া প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

এক্ষেত্রে প্রযোজ্য সকল আইন ও প্রবিধান মেনে এবং নিয়ন্ত্রক কর্তৃপক্ষের দরকারি অনুমোদন পাওয়ার সাপেক্ষে চুক্তি করা হবে বলে নোটিশে শেয়ার হোল্ডারদের জানানো হয়েছে। এছাড়া অধিগ্রহণের কার্যক্রম সম্পন্ন করার জন্য স্টেট ব্যাংক অফ পাকিস্তানের কাছ থেকে অনুমোদন চাইবে ব্যাংকটি।

অপরদিকে আগামী রোববার (২১ এপ্রিল) ব্যাংক এশিয়ার পরিচালনা পর্ষদের একটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই সভার পর ব্যাংকটির বিস্তারিত তথ্য প্রকাশ করা হতে পারে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, ব্যাংক সংস্কারের পদক্ষেপ হিসেবে বেশ কয়েকটি দুর্বল ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে গত ১৮ মার্চ এক্সিম ব্যাংকের সঙ্গে পদ্মা ব্যাংক প্রথমবারের মতো একীভূত হওয়ার চুক্তি সই হয়।

এরপর কৃষি ব্যাংকের সঙ্গে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), সোনালী ব্যাংকের সঙ্গে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) এবং বেসরকারি একটি ব্যাংকের সঙ্গে বেসিক ব্যাংক এবং অপর একটির সঙ্গে ন্যাশনাল ব্যাংকের একীভূত হওয়ার কথা শোনা গেছে।

এসএস