অর্থনীতি
0

'দ্রব্যমূল্য জনগণের হাতের নাগালের বাইরে তা স্বীকার করছে সরকার'

দ্রব্যমূল্য জনগণের হাতের নাগালের বাইরে তা স্বীকার করছে সরকার, তবে সব পণ্যের দাম সব সময় কমবে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। আর এনবিআর বলছে, ব্যবসায়ীদেরও ছাড় নিয়ে প্রতিষ্ঠিত হওয়ার মানসিকতা ত্যাগ করতে হবে।

আজ (রোববার, ২৬ জানুয়ারি) আগারগাঁও এনবিআর ভবনে কাস্টমস দিবসের আলোচনায় অর্থ উপদেষ্টা বলেন, 'রাজস্ব আহরণে কর্মকর্তাদেরও আরো যত্নশীল হতে হবে। অবৈধ উপার্জনের মানসিকতা রাখা যাবে না।'

আলোচনায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, 'শহরের ব্যবসায়ীও করদাতারা লেনদেনের তথ্য এড়াতে অটোমেশনের প্রতি কম আন্তরিক। প্রান্তিক করদাতাই এক্ষেত্রে বেশি আন্তরিক।'

আগামীতে ৩৬৫ দিনই অনলাইনে আয়কর দেওয়া যাবে বলে জানান এনবিআর চেয়ারম্যান।

ইএ