অর্থনীতি
0

'গত সরকারের আমলে ব্যাংকিং-গার্মেন্টসসহ প্রতিটি সেক্টরের সম্ভাবনা নষ্ট করা হয়েছে'

বিগত সরকারের আমলে ব্যাংকিং, গার্মেন্টসসহ দেশের প্রতিটি সেক্টরের সম্ভাবনাকে নষ্ট করা হয়েছে, যার ভার এখন বহন করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন।

আজ (সোমবার, ২০ জানুয়ারি) সকালে পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এক সেমিনারে এই মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি বলেন, ‘২০৩০ সালে ফার্নিচার শিল্পের প্রত্যাশা ৫ বিলিয়ন ডলার হলেও তা অর্জন সম্ভব নয়।’

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘অনেক ক্ষেত্রেই বন্ড সুবিধার অপব্যবহার করা হয়। তবে বন্ড এফটিএ সুবিধা এবং সকল রিসোর্সকে কাজে লাগিয়ে সমন্বিত উদ্যোগে দ্রুততম সময়ের মধ্যে এক বিলিয়ন ডলারে নিয়ে যেতে চেষ্টা করা হবে।’

ইএ