আন্তর্জাতিক বাণিজ্য
অর্থনীতি
0

ফিক্সড নেটওয়ার্ক ও গবেষণার উন্নয়নে বিনিয়োগ করবে নকিয়া

প্রাদেশিক সরকারের সহায়তায় চেন্নাই ও তামিলনাড়ুতে ফিক্সড নেটওয়ার্ক গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) কেন্দ্র স্থাপন করবে ফিনল্যান্ডের প্রযুক্তি প্রতিষ্ঠান নকিয়া। এ লক্ষ্যে কোম্পানিটি বিনিয়োগ পরিকল্পনা গ্রহণ করেছে।

কোম্পানির বিবৃতি অনুযায়ী, নতুন গবেষণা ও উন্নয়ন কেন্দ্র বিশ্বে নকিয়ার সবচেয়ে বড় ল্যাব হতে যাচ্ছে। এছাড়াও ফিক্সড নেটওয়ার্ক ব্যবসার ক্ষেত্রেও এটি অন্যতম।

এ বিষয়ে অবগত একটি সূত্র জানায়, ফিক্সড নেটওয়ার্কের জন্য নতুন এ গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে ৪৫০ কোটি ‍রুপি বিনিয়োগ করবে নকিয়া।

প্রাপ্ত তথ্যানুযায়ী, এ বিনিয়োগের মাধ্যমে প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক, ফিক্সড ওয়্যারলেস অ্যাকসেস, ওয়াই-ফাই ও এমডিইউ সলিউশনের জন্য নকিয়ার টেন জি, ২৫জি, ৫০জি এবং ১০০জি উন্নয়নের কাজ অনেক দূর এগিয়ে যাবে।

নকিয়া জানায়, এ গবেষণা ও উন্নয়ন কেন্দ্র স্থাপনের ক্ষেত্রে তামিলনাড়ু সরকার বেশ সহায়তা করছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ অবকাঠামো, রেগুলেটরি ও নীতিগত সহায়তা দেবে। এ লক্ষ্যে এরইমধ্যে তামিলনাড়ু সরকার ও নকিয়ার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

চুক্তি স্বাক্ষরের সময় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন এবং যুক্তরাষ্ট্রে কর্মরত তামিলনাড়ুর শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তা টি আর বি রাজা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, তামিলনাড়ুর অর্থনৈতিক প্রবৃদ্ধির যাত্রায় নকিয়া দীর্ঘদিন থেকেই পাশে রয়েছে। সে হিসেবে নতুন গবেষণা কেন্দ্র স্থাপনে সহায়তা করতে পারা আমাদের জন্য গর্বের।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর