সারের হয়ে কাউন্টি খেলার ২ মাস পর সাকিবের বোলিং অ্যাকশন সন্দেহজনক হিসেবে রিপোর্ট হয় । ইংল্যান্ডের লাফবারো বিশ্ববিদ্যালয়ের ল্যাবে অ্যাকশনের প্রথম পরীক্ষায় অংশ নেন সাকিব। তাতে উৎরাতে ব্যর্থ তিনি।
২১ ডিসেম্বর চেন্নাইতে আরেক দফা পরীক্ষা দেন সাকিব। সেখানেও তিনি উত্তীর্ণ হতে পারেননি বলে জানাচ্ছে গণমাধ্যম। তবে এখনও পুরোপুরি নিশ্চিত নয় বিসিবি। পূর্ণাঙ্গ রিপোর্ট যাচাই বাছাই করে সাকিবের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বোর্ড।
বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘কিছু কিছু তথ্য আমরা জানি। কিন্তু সব তথ্য একসাথে করে দেয়া জরুরি। বিচ্ছিন্নভাবে না দিয়ে আমরা একসাথে দিব। দ্রুত এ বিষয়ে বিসিবি থেকে একটা প্রেস রিলিজ যাবে, যাতে ওর বিষয়ে কারো কোনো সন্দেহ না থাকে।’
কেবল বোলিং নিয়ে নিষেধাজ্ঞা নয়, বিগত সরকারের আমলে গায়ে রাজনৈতিক তকমা সাঁটানো সাকিবের দেশে ফেরা নিয়েও আছে সংশয়। তবু বিদেশের মাটিতে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বিসিবির বিবেচনায় আছেন ব্যাটার সাকিব।
বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘সরকারি ঘোষণার বিষয়ে আমি শতভাগ নিশ্চিত না। হয়তো প্রেসিডেন্টের সাথে আলাপ হতে পারে। হলে সেটা ভালো।’
তিনি বলেন, ‘এটা সিলেক্টারদের ভাববার বিষয়। তারা এটা দেখবেন। তাদের কোনো প্রশ্ন থাকলে বোর্ডের সাথে আলোচনা করতে পারেন।’
এদিকে, টেস্ট ক্রিকেটকে দ্বিস্তর করার পায়তারা করছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তবে বিসিবির পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা থাকবে এই নিয়মের বাস্তবায়ন না হওয়ার দিকে।
নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। বড় দলগুলোর সাথে যদি খেলতে না পারে তাহলে ছোট দলগুলো উন্নতি করতে পারবে না। বোর্ডের অবস্থান থাকবে এটা যেন না হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে অনেক দল তো আর টেস্ট ক্রিকেট খেলে না। হাতে গোণা কয়েকটা দল খেলে। এর মধ্যে যদি ভাগাভাগি হয়ে যায় তাহলে মূল খেলাটা ক্ষতিগ্রস্ত হতে পারে।’