অর্থনীতি
0

১৮ ঘণ্টা পর চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর চালু

চট্টগ্রাম

প্রায় ১৮ ঘণ্টা পর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চালু করা হয়েছে। আজ (সোমবার, ২৭ মে) সকালে এ বিমানবন্দরের কার্যক্রম চালু করা হয়।

ঘূর্ণিঝড় রিমালের কারণে বন্ধ থাকা চট্টগ্রাম বিমানবন্দর চালু হলেও বৈরি আবহাওয়ার কারণে ওঠানামা করতে পারেনি বেশ কিছু ফ্লাইট।

গতকাল (রোববার, ২৬ মে) এক বিজ্ঞপ্তিতে বিমান ওঠানামাসহ ও সব কার্যক্রম বন্ধের ঘোষণা দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ।

আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলে ৯ নম্বর মহাবিপদ সংকেত রাখায় ফ্লাইট চলাচল বন্ধের সময় ভোর ৫টা পর্যন্ত বাড়ানো হয়।

এর আগে সকালে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, গতকাল দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত বন্ধ থাকবে এ বিমানবন্দরের কার্যক্রম।

তবে চট্টগ্রামে ৯ নম্বর বিপদ সংকেত অব্যাহত থাকায় বৈরি আবহাওয়ার কারণে এই সময়সীমা বাড়িয়ে আজ সোমবার ভোর ৫টা পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেয় কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, গতকাল দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত এ বিমানবন্দরে ৮টি অভ্যন্তরীণ ও ৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছিল।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর