অর্থনীতি
0

এসডিজি অর্জনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে কাজ করবে রোটারি বাংলাদেশ

জাতিসংঘ নির্ধারিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে আন্তর্জাতিক সেবা সংস্থা রোটারি একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।

আজ (শুক্রবার, ১৯ এপ্রিল) এক সম্মেলনে এ বিষয়ে রোটারি কর্তৃপক্ষ জানায়, খুব শিগগিরই রোটারি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা এ আলোচনায় অংশগ্রহণ করেন। রোটারি আয়োজিত সম্মেলনে প্রায় ১ হাজার ২০০ ক্লাব প্রতিনিধি অংশ নেন।

আগামী ২০২৪-২৫ রোটারি বছরে কী ধরনের কর্মসূচি বাংলাদেশে বাস্তবায়ন করবে সে বিষয়ক প্রশিক্ষণে অংশ নেন তারা। 

এ সময় এসডিজি বিষয়ক আলাদা একটি সেশন অনুষ্ঠিত হয়।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর