আজ (শুক্রবার, ১৯ এপ্রিল) এক সম্মেলনে এ বিষয়ে রোটারি কর্তৃপক্ষ জানায়, খুব শিগগিরই রোটারি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা এ আলোচনায় অংশগ্রহণ করেন। রোটারি আয়োজিত সম্মেলনে প্রায় ১ হাজার ২০০ ক্লাব প্রতিনিধি অংশ নেন।
আগামী ২০২৪-২৫ রোটারি বছরে কী ধরনের কর্মসূচি বাংলাদেশে বাস্তবায়ন করবে সে বিষয়ক প্রশিক্ষণে অংশ নেন তারা।
এ সময় এসডিজি বিষয়ক আলাদা একটি সেশন অনুষ্ঠিত হয়।