বিদেশে এখন
অর্থনীতি
0

আইসক্রিমের ব্যবসা বন্ধ করছে ইউনিলিভার, ছাঁটাই হবে কর্মীও

আইসক্রিমের ব্যবসা বন্ধ করে দিচ্ছে ব্রিটিশ বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভার। ম্যাগনাম, বেন অ্যান্ড জেরির মতো জনপ্রিয় আইসক্রিম ব্র্যান্ডের উৎপাদক ও বিপণনকারী এই প্রতিষ্ঠানটি।

লন্ডন ইউনিলিভার জানিয়েছে, আইসক্রিম শাখা বন্ধের এ সিদ্ধান্ত মঙ্গলবার (১৯ মার্চ) তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। তবে এটি পুরোপুরি বন্ধ হবে ২০২৫ সালের শেষে।

ব্যয় সংকোচনের লক্ষ্যে সাড়ে সাত হাজার কর্মীও ছাঁটাই করবে ইউনিলিভার। এ খবরে পুঁজিবাজারে প্রায় ছয় শতাংশ বেড়ে গেছে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম।

ভোক্তা পণ্য উৎপাদন ও বিপণনে বিশ্বের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান ইউনিলিভার, যার বৈশ্বিক ব্যবসায়ের ১৬ শতাংশ জুড়ে আছে আইসক্রিম।

কিছু কিছু দেশে ইউনিলিভারের মোট আয়ের ৪০ শতাংশই আসে আইসক্রিম ব্যবসা থেকে।

আগামী তিন বছরে ৮৭ কোটি ডলার খরচ সাশ্রয়ের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। এতে কাজ হারাবেন এক লাখ ২৮ হাজার কর্মীর প্রায় ছয় শতাংশ।

ইএ