অর্থনীতি
0

ব্যবসা প্রতিষ্ঠানে রিটার্ন দাখিলের প্রমাণ প্রদর্শন বাধ্যতামূলক করলো এনবিআর

আনিসুর সুমন

আয়কর রিটার্ন জমা দেওয়ার পর ব্যবসা প্রতিষ্ঠানে সহজে দেখা যায় এমনভাবে প্রদর্শনের ব্যবস্থা করা বাধ্যতামূলক করলো জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সেই সঙ্গে এটি না মানলে রাখা হয়েছে আর্থিক শাস্তির বিধান।

এনবিআর থেকে গতকাল বুধবার (১৩ মার্চ) এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

সৈয়দ মোহাম্মদ আবু দাউদ স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, এই আদেশ অমান্য করলে ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হবে।

এনবিআরের কর ব্যবস্থাপনা ও মানবসম্পদ বিভাগ থেকে জারি করা হয়েছে আদেশটি। এতে বলা হয়, আয়কর আইনে রিটার্ন জমার প্রমাণপত্র ব্যবসার স্থানে সহজে চোখে পড়ে এমন স্থানে প্রদর্শনের বিধান রয়েছে। এটি প্রদর্শন না করলে সর্বনিম্ন ৫ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে।

এনবিআরের আদেশে বলা হয়েছে, ব্যবসার স্থানে দৃষ্টিগোচরভাবে রিটার্ন জমার প্রমাণপত্র ঝুলিয়ে না রাখলে উপকর কমিশনার জরিমানা করতে পারবেন।

সব ব্যবসা প্রতিষ্ঠানে, যাদের আয়কর রিটার্ন জমা দেয়া বাধ্যতামূলক। তারা রিটার্ন জমার প্রমাণপত্র ঝুলিয়ে রাখছে কিনা তা নিশ্চিত করতে অঞ্চলগুলোকে নির্দেশনাও দেওয়া হয়েছে।

আসু