সোমবার (৪ মার্চ) বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে এমনটি জানিয়েছেন সংগঠনটির চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার। এ সময় ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া শুরু হয়েছে এবং এক বছরের মধ্যে কাজ শেষ হবে বলে জানানো হয়।
অপরদিকে ব্যাংক একীভূতকরণে অন্যান্য দেশের নীতি অনুযায়ী নীতিমালা তৈরি করে নির্দেশনা জারি করবে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক।
আর শুধু আর্থিক প্রতিবেদনের ওপর নির্ভর করে নয় গ্রাহক, বিনিয়োগসহ বিভিন্ন বিষয় নজরে রেখেই ব্যাংকগুলো একীভূতকরণ করা হবে বলেও জানান তিনি।