অর্থনীতি
0

বাণিজ্য মেলায় বিদেশি পণ্যের স্টলে বিক্রি বেড়েছে

২৮তম দিনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এসে জমে উঠেছে। শেষ সময়ে বিদেশি স্টলে ক্রেতাদের ছিল উপচেপড়া ভিড়। বিক্রেতারা বলছেন, মূল্য ছাড় ও পণ্যের গুণগত মান ভালো হওয়ায় বিদেশি পণ্যের স্টলের ক্রেতা উপস্থিতি বেড়েছে।

ঘর সাজাতে জুড়ি নেই কার্পেটের। বাণিজ্য মেলায় তাই বিদেশি কার্পেট কিনতে এসেছেন অনেকেই।

এক ক্রেতা বলেন, ‘কার্পেট কেনার জন্যই মেলায় এসেছি। আর এখানে যাচাই-বাছাই করে পছন্দের কার্পেট কেনা যায়।’

ক্রেতারা জানান, বিদেশি স্টলের পণ্যের মান ভাল তবে দাম কিছুটা বেশি। মেলায় নানা অফার থাকায় কিছুটা কম দামে পণ্য কিনতে পারছেন তারা।

ভারত, তুরস্কের কার্পেট ছাড়াও মেলায় মোজাইক ল্যাম্প, তুর্কি সিরামিক বোর্ড পাওয়া যাচ্ছে। এছাড়া ইরানি হোম টেক্সটাইল, কাশ্মীরি শাল-থ্রিপিসসহ হরেক রকম পণ্য রয়েছে।

বাণিজ্য মেলায় বিদেশি পণ্যের স্টল রয়েছে ১০টি। প্রতিটি স্টলে দিনে লাখ টাকার ওপরে বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

এই সম্পর্কিত অন্যান্য খবর