ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় চলছে জমজমাট বেচাকেনা। শুধু কেনাকাটা নয়, অনেকে ঘুরতেও আসছেন। মেলার বিশাল এলাকা ঘুরে ক্লান্ত দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে বিশ্রামের স্থান। শিশুদের জন্য আছে আলাদা জোন।
মেলা উপলক্ষে বিভিন্ন স্টল ও প্যাভিলিয়নে শোভা পাচ্ছে নানা সামগ্রী। তবে মেলায় ব্যতিক্রমী প্যাভিলিয়ন করে ক্রেতাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে নারী উদ্যোক্তাদের প্যাভিলিয়ন। এসব উপকরণ কিনতে ভিড় করছেন ক্রেতারা। প্রিয়জনদের জন্য কিনতে নারীদের পাশাপাশি পুরুষরাও আসছেন।
হাতের কাজ করা সুতি শাড়ি, থ্রি-পিস, ওয়ান পিস, কটি, বেডশিট, নকশি কাঁথা, সোফার কুশন, চামড়াজাত পণ্য টেবিলমেটসহ পাওয়া যাচ্ছে গৃহশৈলীর বিভিন্ন পণ্য। এছাড়া নারীদের হাতে তৈরি বিভিন্ন মুখরোচক খাবারও পাওয়া যাচ্ছে এখানে।
উদ্যোক্তারা জানান, নিজেদের হাতে বানানো এসব পণ্যে এত সাড়া পাচ্ছেন বলে অনুপ্রাণিত হচ্ছেন তারা।
এক নারী উদ্যোক্তা বলেন, 'আমার দ্বারা কিন্তু আরও ১০ জন মহিলা চলতে পারছে। আমি চাই সবাই কিছু একটা করুক। যেন কারও কাছে হাত না পাততে হয়। তারা নিজেরা স্বাবলম্বী হোক।'
এবার ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ফাউন্ডেশন, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন, জয়িতা ফাউন্ডেশন পৃথক স্টল নিয়েছে। এসব স্টলে শতাধিক উদ্যোক্তা সরাসরি তাদের তৈরি পণ্য বিক্রির সুযোগ পেয়েছেন। এ ছাড়া আরও প্রায় অর্ধশত উদ্যোক্তার তৈরি পণ্যও বিক্রি হচ্ছে স্টলগুলোতে। প্রান্তিক উদ্যোক্তার পণ্য রয়েছে।
বেশ ব্যস্ত সময় পার করছেন এখানকার বিক্রয় কর্মীরা। যাদের স্টল দেওয়ার সামর্থ্য নেই তাদের এমন সুযোগ নিয়মিত দেওয়া উচিত বলে মনে করেন তারা। বলেন, 'সরকারি প্রতিষ্ঠানগুলো যদি আমাদেরকে এ রকম সুযোগ করে দেয়। তাহলে এসব প্রতিষ্ঠান শুধু দেশে নয়, সারাবিশ্বে দেশিয় পণ্যগুলোকে ছড়িয়ে দিতে সহায়তা করবে।'
সংস্থাগুলো বলছে, তাদের মূল উদ্দেশ্য উদ্যোক্তা তৈরি করা ও তাদের স্বাবলম্বী করে তোলা। গতবারের তুলনায় এবার ক্রেতাদের ভালো সাড়া রয়েছে।
মেলায় পৌঁছানোর পর ক্রেতা দর্শনার্থীদের স্বাগত জানাচ্ছেন অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের কর্মীরা। ক্রেতা-বিক্রেতাদের পদচারণাও বেচাকেনায় সরগরম মেলা প্রাঙ্গণ।