অর্থনীতি
0

বাণিজ্য মেলায় জমজমাট দেশীয় পণ্যের বিক্রি

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় জমে উঠেছে দেশীয় পণ্যের বেচাকেনা। অন্যান্য পণ্যের চেয়ে কম দামে বাহারি জিনিসপত্র কিনতে পেরে খুশি ক্রেতারা।

আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দেশি-বিদেশি মিলিয়ে তিন শতাধিক স্টল। এরমধ্যে ক্রেতারা ঝুঁকছেন দেশি উদ্যোক্তাদের তৈরি বাহারি পণ্যে। ক্রেতারা বলছেন, ঐতিহ্য আর নিজস্ব বৈশিষ্ট্যে ভরা পণ্যের দিকে আকর্ষণ তাদের।

আরেক ক্রেতা বলেন, 'প্রত্যেকটি পণ্যে আলাদা নকশা, আলাদা ব্যবহার উপযোগিতা রয়েছে। প্রত্যেকটি আমার কাছে ভালো লাগে। দেশীয় পণ্য কিনতে নিজের মধ্যে গর্ব হয়।'

দেশীয় উদ্যোক্তাদের স্টলে পাওয়া যাচ্ছে বাঁশের তৈরি বাতি, হারিকেন, নকশীকাঁথা, পাটের ব্যাগ, জুতা, ফুলদানিসহ নানা রঙ-বেরঙের জিনিসপত্র। ক্রেতা সমাগম বেশি হওয়ায় সন্তুষ্ট বিক্রেতারাও।

একজন বিক্রেতা বলেন, 'দেশীয় পণ্য তৈরিতে স্থানীয় লোকজন কাজ করায় খরচ অনেক কম হয়। এতে কম দামে ভালো জিনিস দিতে পারি। এখন তো মাসের শুরু। আশা করি বেচাকেনা ভালো হবে।'

দেশের শিল্পীদের হাতে উৎপাদিত পণ্য যেমন আকর্ষণীয় তেমনি দীর্ঘস্থায়ী, অন্যান্য জিনিপত্রের চেয়ে তুলনামূলক দামও কম বলছেন ক্রেতা বিক্রেতা উভয়ই।

পৃথিবীর প্রায় সব দেশের অর্থনীতির মেরুদণ্ড হচ্ছে ক্ষুদ্র ও কুটির শিল্প। এসব পণ্যের উৎপাদনে বাংলাদেশ এখন স্বয়ংসম্পূর্ণ। এমনকি দেশের উৎপাদিত পণ্য দিয়ে স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি এ খাতে বেড়েছে রপ্তানি আয়ও। তাই আন্তর্জাতিক বাণিজ্য মেলাতেও ক্রেতার চাহিদার শীর্ষে রয়েছে নিজ দেশের উদ্যোক্তাদের তৈরি দেশীয় পণ্য।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর