মেলার প্রায় মাঝামাঝি সময়ে এসেও সাপ্তাহিক ছুটি ছাড়া তেমন জমে উঠতে পারছে না আন্তর্জাতিক বাণিজ্য মেলা। পৌষের শীত আর ছুটির দিন হওয়ায় শনিবার (১১ জানুয়ারি) কিছু বেড়েছে দর্শনার্থী। তাতেও মন ভরছে না দেশ-বিদেশের স্টল মালিকদের।
এই যেমন মেলায় আসা ক্রেতাদের মধ্যে অনেকেই এসেছেন কেনাকাটার জন্য, আবার কেউ কেউ এসেছেন ঘুরে দেখতে। সবমিলিয়ে মেলায় থাকছেন ২-৩ ঘণ্টা। সেক্ষেত্রে খাবারের দোকানগুলোর দিকেই ঝোঁক বেশি দর্শনার্থীদের। প্রতিদিন লাখ লাখ টাকার বেচাকেনা হচ্ছে খাবারের দোকানগুলোতে।
দর্শনার্থীদের একজন বলেন, ‘যারা মেলায় আসছেন তাদের বেশিরভাগই কেনাকাটার চাইতে খাবারের দোকানে ভিড় করছেন বেশি।’
এদিকে, প্রতিবারের মতো এবারও মেলায় পণ্যের নতুনত্ব নিয়ে ক্রেতাদের অভিযোগ রয়েছে। ক্রেতারা বলছেন, বেশিরভাগ পণ্য গতানুগতিক। সব বাজারে পাওয়া যায় এমন পণ্য মেলাতেও মিলছে, তবে দাম তুলনামূলক বেশি। এ ব্যাপারে বিক্রেতারা বলছেন, ক্রেতাদের এই অভিযোগ পুরোপুরি সত্যি নয়।
ক্রেতাদের একজন বলেন, ‘এখানে যে পণ্যগুলো আছে তা সচরাচর আমরা বাইরেও দেখছি। বাইরে থেকে এখানে তুলনামূলক দাম বেশি।’
বিক্রেতাদের একজন বলেন, ‘ক্রেতাদের এই অভিযোগ পুরোপুরি সত্যি নয়। কিছু জায়গায় আছে তবে সবগুলো দোকানে নেই।’
মেলায় বিদেশি পণ্যের প্রতি ক্রেতাদের ঝোঁক একটু বেশি। এ প্রসঙ্গে তারা বলছেন, সারা বছর এসব পণ্য বাজারে তেমন একটা পাওয়া যায় না।
একমাসের এ মেলায় যতই দিন যাচ্ছে, দেশি-বিদেশি পণ্যকে ঘিরে ক্রেতাসমাগম তত বাড়ছে। আর বেচাকেনার বিষয়ে বিক্রেতারা বলছেন, সময় যত যাবে বিক্রি তত বৃদ্ধি পাবে।