সদর উপজেলার শাখারিয়া বাজারের পাশে একটি দোতলা বাড়িভাড়া নিয়ে প্রায় দু'বছর আগে ব্যাংকের কার্যক্রম শুরু করে এনআরবিসি ব্যাংক কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ব্যাংকে ৯ লাখ ৭৮ হাজার ৬১৪ টাকা রাখা হয়। শনিবার (২৭ জানুয়ারি) সকালে বাড়ির মালিকের মাধ্যমে জানা যায় ব্যাংক ডাকাতির খবর। কর্তৃপক্ষ এসে নিশ্চিত করে তাদের সব টাকা লুট হয়ে গেছে।
এনআরবিসি ব্যাংক উপশাখার ম্যানেজার রাশেদুল ইসলাম বলেন, 'বৃহস্পতিবার ক্যাশ ক্লোজ করে আমরা চলে যাই। আজ ভোর সাড়ে ৫ টার সময় ক্যাশিয়ার আমাকে জানায় আমাদের ব্যাংকে ডাকাতি হয়েছে। সে বাসার মালিকের মাধ্যমে জানে।'
এলাকাবাসীর অভিযোগ, ব্যাংকের শাখাটিতে নিরাপত্তা ব্যবস্থা ছিল না বললেই চলে। কোন গার্ড বা সিসি ক্যামেরা ছিল না। ৩ জন স্টাফ নিয়ে চলতো ব্যাংকের কার্যক্রম।
স্থানীয় একজন বলেন, 'এখানে কোনো গার্ড নেই। ব্যাংকে কোনো সিসি ক্যামেরা নেই। নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ অবস্থা হয়েছে।'
সকালে সংবাদ পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন দিক নিয়ে তদন্ত শুরু করেন সিআইডি তদন্ত দল। আইনশৃংখলা বাহিনীর আশা, শিগগিরই ব্যাংক ডাকাতির রহস্য বের হয়ে আসবে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার শান্ত আকতার বলেন, 'আমরা বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করছি। এ বিল্ডিংয়ের ছাদে গিয়ে কিছু আলামত পেয়েছি। আশা করি খুব শীঘ্রই এ ঘটনার রহস্য উদঘাটন করতে পারবো। এর সাথে জড়িত সবাইকে দ্রুত খুঁজে বের করা হবে।'
এনআরবিসি ব্যাংকের তথ্যমতে, এ ব্যাংকের উপশাখার ভল্টে টাকা রাখা থাকলেও তার নিরাপত্তায় কোন কর্মী রাখা হতো না। এই শাখায় শুধু ইনস্যুরেন্স করা হয়ে থাকে।