মেট্রোরেলের শাহবাগ ও কারওয়ান বাজার স্টেশন চালু ৩১ ডিসেম্বর

0

মেট্রোরেলের শাহবাগ ও কারওয়ান বাজার স্টেশন আগামী ৩১ ডিসেম্বর চালু হবে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ( ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক এ কথা জানান।

এর আগে ১৩ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন চালু হয়। আর মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশ চালু হয় ৪ নভেম্বর।

পরীক্ষামূলক চলাচলের পর ২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। তখন মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশ চালু হয়।

গত এক বছরে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ১৪টি মেট্রো স্টেশন চালু হয়েছে। এবার কারওয়ানবাজার ও শাহবাগ স্টেশন চালুর ঘোষণা দিলো ডিএমটিসিএল। একইসঙ্গে মেট্রোর নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতার কথা জানায় সংস্থাটি।

বর্তমানে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত আটটা পর্যন্ত মেট্রো চলাচল করে। আর বেলা ১২টায় শেষ হয় মতিঝিল পর্যন্ত চলাচল। তবে কবে নাগাদ এ রুটের সময়সীমা বাড়ানো হবে তা জানায়নি মেট্রো কর্তৃপক্ষ।

এসএসএস

আরও পড়ুন: